Header Ads

আশাশুনিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃস্পতিবার আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন শেখ, এএসআই (নিঃ) মোঃ মিলনে হোসেন ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ বুড়িয়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস ওরফে ছাক্কারকে আটক করে। এ সংক্রান্তে থানায় ১৯(৪)২০২০ নং একটি মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.