Header Ads

রামপালে দফাদার নুর মোহাম্মদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন



রামপাল প্রতিনিধি।।

করোনা ভাইরাসে খেটে খাওয়া মানুষ গুলো যখন অসহায় দিন যাপন করছেন তখন তাদেরকে  খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন রামপাল উপজেলার একজন দফাদার নুর মোহাম্মাদ।
সীমিত আয়ে ও নানান সীমাবদ্ধতার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ নুর মোহাম্মাদ মল্লিক। করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া ৩০ জন দুঃস্থকে বাছাই করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নুর মোহাম্মাদ।

সোমবার সকাল ৮টায় পেড়িখালীস্থ তার বাড়ির সামনে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, নিজের প্রতিকূলতার মধ্যেও সাধ্যের বাইরে গিয়ে এ মানবিক সহায়তায় এগিয়ে এসেছি। আমার মতো সমাজের সকলে যদি সবাই এগিয়ে আসেন তাহলে এ ইউনিয়নের কোন ব্যক্তি অনাহারে অর্ধাহারে থাকবে না। এজন্য তিনি সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। এবং রামপাল থানা সহ দেশবাসীর সবাইকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.