Header Ads

বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ  বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে বিয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে জেলায় আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও ইনিই ছিলেন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া  প্রথম ব্যক্তি। মৃত ব্যক্তি জেলার মোড়োলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে । তিনি ঢাকায় একটি জুতার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।  
এরআগে, গত (২৭ এপ্রিল) দিবাগত রাতে এই ব্যক্তির মৃতদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারনে মোরেলগঞ্জের মেডিকেল টিম তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার রাতে খুমেকের করোনা মুখোপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস দুলালের করোনা পজেটিভ’র খবর নিশ্চত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান বলেন, “অনাকাঙ্খিত এ ঘটনায় গোটা গ্রামকে অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে। মৃতের লাশ বহনকারী সকলের পরিচয় সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান”।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.