Header Ads

রামপালে দুর্বৃত্তের হামলায় এক মহিলা গুরুতর আহত




রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের রামপালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মীরা রানী কুন্ডু নামে এক হিন্দু মহিলা গুরুতর আহত হয়েছেন৷ বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ৩টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের সন্তোষপুর কুন্ডুপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম মীরা রানী কুন্ডু (৫০)। সে মৃত অমূল্য চন্দ্র কুন্ডুর স্ত্রী।
স্থানীয়রা এবং ভিকটিম জানান, প্রতিদিনের মতো রাতে খাবার পর ওই মহিলা ঘুমিয়ে পড়েন৷ তার বড়ছেলে কাঁচামালের ব্যাবসায়ী। রাত আনুমানিক ৩টার সময় সে মালামাল আনতে খুলনা চলে যায়৷ এরপর দরজায় তালা লাগিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এসে বারান্দার লাইট বন্ধ এবং ঘরের দরজা খোলা দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে৷ এসময় তার চিৎকারে পাশের রুম থেকে তার ছোট ছেলে এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি৷ ঘটনার জেরে হিন্দু অধ্যুষিত ওই এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা ঘটনার তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনায় আসামীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।       

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.