বাগেরহাটের রামপালে প্রথম করোনা রুগি সনাক্ত
রামপাল প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় প্রথমবারের মত করোনায় আক্রান্ত রুগী সনাক্ত হলো। রুগীর বাড়ি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাবুরহাট গ্রামের। ২০ বছর বয়সী ঐ নারী সম্প্রতি মুন্সিগঞ্জ থেকে নিজ বাড়িতে এসেছেন। ১৮ মে সোমবার সন্ধায় খুমেক সূএে এই তথ্য সত্যতা নিশ্চিত হওয়া গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল বলেন আক্রান্ত রুগি সম্প্রতি মুন্সিগঞ্জ থেকে নিজ বাড়িতে এসেছেন। তিনি রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে তার শরীরে করোনার উপসর্গ থাকায় আমরা করোনার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠায়। আজ সন্ধায় খুমেক থেকে তার করোনা পজেটিভের রিপোর্ট এসেছে।
কোন মন্তব্য নেই