ফকিরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
ফকিরহাট প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাটের ফকিরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, পিআইও কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার সহ অন্যান্যরা। এদিন ২০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও ৫০জন শিক্ষার্থীদের মাঝে মোট ৩লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
কোন মন্তব্য নেই