Header Ads

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড



টাইমস ডেস্কঃ


বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পরা মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে বিশ্ব ব্যাপী প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ড সংখ্যক ১১৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭,৮২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায়  রেকর্ড সর্বোচ্চ সংখ্যক ১৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯  জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার (১৩ মে) দুপুর ২ঃ৩০মিঃ করোনা ভাইরাস নিয়ে দেশের গত ২৪ ঘন্টার সর্বশেষ তথ্য তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৯ জন। এর মধ্যে পুরুষ ১২ ও নারী ৭ জন।
ডা. নাসিমা জানান, ঢাকার হাসপাতালগুলোতে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে ১২ জন ঢাকার বাসিন্দা। আরেকজন পাবনার।
এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও খুলনা বিভাগে (নড়াইল) একজন করে মারা গেছেন। আর চট্টগ্রাম বিভাগে তিনজন মারা গেছেন; এর মধ্যে চট্টগ্রামের দুজন ও কুমিল্লার একজন রয়েছেন। তিনি আরও জানান, নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্য থেকে ১০-এর মধ্যে একজন মেয়ে শিশু মারা গেছে। ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
   
১৩ মে (বুধবার) এর আপডেট
 গত ২৪ ঘণ্টায়মোট
শনাক্ত ১১৬২১৭৮২২
মৃত্যু১৯২৬৯
সুস্থ২১৪৩৩৬১
পরীক্ষা৭৯০০
১৪৪৫৩৮

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.