Header Ads

যুব উন্নয়ন অধিদপ্তর,প্রতিক্ষন যুব ফাউন্ডেশন এবং অন্যান্য যুব সংগঠের যৌথ উদ্দ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

সাব্বির তরফদার - স্টাফ রিপোর্টারঃ

আজ ২৩ মে ২০২০ খ্রিস্টাব্দ বিকাল ৩.৩০ ঘটিকায়
যুব উন্নয়ন অধিদপ্তর, প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এবং অন্যন্ন যুব সংগঠনের যৌথ উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।


 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি অনলাইনে zoom meeting এর মাধ্যমে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচি'র শুভ উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির।

 ঈদ উপহার প্রদান কর্মসূচি'র উদ্বোধনকালে zoom meeting এ সংযুক্ত হয়ে মোট ১৭ স্পষ্ট থেকে ১১০০ প্যাকেট খাদ্য সামগ্রী যুব সংগঠনের মাধ্যমে  প্রদান এক যুগে শুরু করেন। আমাদের নিবন্ধিত যুব সংগঠন গুলোর মধে প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন সহ আরো অনেক সংগঠন উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি অনলাইনে এই কার্যক্রম সাথে থেকে ঈদের পরবর্তী সময়ে কনফারেন্স করবেন বলে ঘোষণা দেন । খাদ্য সামগ্রীর মধ্যে যা ছিলো -

চাল পাঁচ কেজি
ডাল এক কেজি
আলু দুই কেজি
পিয়াজ এক কেজি
পোলাও চাল এক কেজি
চিনি এক কেজি
সেমাই এক প্যাকেট
দুধ ২৫০ গ্রাম
সাবান একটি
লবন আধা কেজি এবং
মাক্স একটি।

এসময়ে আরে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রিকৃত / তালিকাভুক্ত যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ zoom meeting এ সংযুক্ত থাকায় সকলকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জাহীদ আহসান রাসেল৷ এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির।

রাজধানীর সবুজ বাগ থানা এলাকার প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের মাধ্যমে কদমতলার,বাসাবো,মাদারটেক,আহম্মদবাগ, রাজারবাগ এলাকায়। আন্যান্ন যুব সংগঠনের মাধ্যমেও  ঢাকা মহানগর সহ বিভিন্ন স্পর্টে মোট ১১০০ প্যাকেট কর্মহীন মানুষের মাঝে এই ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি নূর ই জান্নাত অরিন এবং প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল,আতিক হাসান রনি সালমা বেগম। এ ছাড়াও বিশিষ্ট সমাজ সেবক,নিয়াজুর রহমান নিয়াজ , আশিষ দাস ,বিমল বর্মন, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তাই এই প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই মহৎ কাজটি করছে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে, এই মুহূর্তে আপনারা সকলেই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে,দেশ বাঁচবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। সবাই একটু  সাবধানে থাকলে এই ভাইরাস থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি বাইরে ঘোরাফেরা করেন তাহলে আপনার কারণে আপনার পরিবার, আপনার প্রতিবেশী এরোগে আক্রান্ত হতে পারে।

আল সাজিদুল ইসলাম দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশ  দিয়েছেন সেই  ভাবে চলুন। আপনাদের সহযোগিতায় থাকলে এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারনে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন,সুস্থ  থাকুন। আমরা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি।

প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি নূর ই জান্নাত অরিন বলেন, সেবা পরম ধর্ম। এটা আমাদের চতুর্থ বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমরা চাই সবাই এভাবে অসহায়দের পাশে একটু দাঁড়াক। তাহলে হয়তো মানুষের কষ্ট কিছুটা হলেও দুর হবে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরাও যদি প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আবার ঘুড়ে দাঁড়াবো। যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের পাশে আছে, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.