রামপালে ঘূর্নিঝড় “আম্ফান’’ মোকাবেলায় প্রস্তুত ১৬৩ টি সাইক্লোন শেল্টার
রামপাল প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলায় ঘূর্নিঝড় আম্ফান মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে রামপাল উপজেলা প্রশাসন। রামপালে ঘূর্নিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১৬৩ টি সাইক্লোন শেল্টার। বেলা বাড়ার সাথে সাথে মেঘলা হতে থাকে বাগেরহাটের আকাশ। এবং দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত।
আকাশ মেঘলা থাকলেও ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে বাতাসের তীব্রতা এখনো চোখে পড়ছে না। তবে রামপালে এর আগেও কয়েকটি ঘূর্নিঝড়ের আঘাতে লন্ড ভন্ড হয়ে যায় রামপাল উপজেলা, যে কারনে রামপালের জনগনের মুখে আতংকের চাপ ফুটে উঠেছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, রামপাল উপজেলা মংলা সমুদ্র বন্দরের নিকটবর্তী হওয়ায় আমাদের উপজেলাতেও ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে, এ কারনে আজ রামপাল উপজেলা প্রশাসন জরুরী সভা করে ঘূর্নিঝড় আম্ফান মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে । উক্ত জরুরী সভাতে স্থানীয় ভাবে দূর্যোগ মোকাবেলায় অনেক গুলো পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার সর্বএ মাইকিং করে সবাইকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্র হিসেবে রামপাল উপজেলাতে প্রস্তুত ১৬৩ টি সাইক্লোন শেল্টার। পাশাপাশি বেশকিছু বিদ্যালয় ও প্রস্তুত রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই