Header Ads

গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড





টাইমস ডেস্কঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে।


এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২৩ হাজার ৮৭০।

দেশে একদিনে করোনায় মৃত্য ও আক্রান্ত রোগীর সংখ্যার হিসাবে এটাই সর্বোচ্চ।

এ ছাড়া নতুন করে ২১২ জনসহ মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যুবরণ করেছেন ২১ জন। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।


এক নজরে ১৮ মে (সোমবার) এর আপডেট
গত ২৪ ঘণ্টায়মোট
শনাক্ত ১৬০২২৩৮৮০
মৃত্যু২১৩৪৯
সুস্থ২১২৪৫৮৫
পরীক্ষা৯৭৮৮১৮৫১৯৬

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.