Header Ads

কয়েক ঘণ্টার মধ্যেই চরম আকার ধারণ করবে ঘূর্ণিঝড় ‘আম্ফান’


টাইমস ডেস্কঃ 


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ছয় ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী ঝড়ে পরিণত হবে। ভারতের আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে ওডিশা উপকূলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে।

এ দিকে বাংলাদেশের বেসরকারি আবহাওয়া সংস্থা Jessore bangladesh থেকে ঘূর্ণিঝড় amphan আপডেট ১৫ তে জানিয়েছেঃ

আসন্ন সুপার ঘূর্ণিঝড় amphan এটি শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ৪ ক্ষমতাসম্পন্ন তীব্র মহা ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে। হয়তোবা দুপুরের ভেতরেই ভয়াবহ সুপার সাইক্লোনে পরিনত হতেপারে, আপডেট ' ১৮ ই মে দুপুর ১২ টা বেজে ২০ মিনিটে।

দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় amphan আরও কিছুটা উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর এখন দক্ষিন মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।
এটি আজ ১৮ ই মে দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৯৯৮ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিলো,
এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হতেপারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭০ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার, যা সর্বোচ্চ ঝাপটা হিসেবে ৩১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে ভয়াবহ উত্তাল আছে।

এই সিস্টেম টি এখন ধিরে ধিরে বাংলাদেশ উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হবার ফলে এর প্রভাব বঙ্গোপসাগরে পড়তে শুরু করেছে।
ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় এর মেঘ দ্বারা পরিপুর্ন হয়েগেছে।
উপগ্রহ এর চিত্রটি ভালোকরে দেখুন।

সুনামি : এই ভয়াবহ ঘূর্ণিঝড় এর প্রভাবে দেশের সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও এদের নিকটবর্তী নিচু এলাকা স্বাভাবিক জোয়ার থেকে ২৫ থেকে ৩৫ ফুট সুনামি দ্বারা প্লাবিত হতেপারে স্থানভেধে।
অপরদিকে, ফেনী, চট্টগ্রাম কক্সবাজার এর নিচু এলাকা ১০ থেকে ১৮ ফুট উচ্চ সুনামি দ্বারা প্লাবিত হতেপারে।

সিস্টেম ল্যান্ডফল : এখন পর্যন্ত যে তথ্য আছে সে হিসেবে আমরা ধারনা করছি এটি ঘূর্ণিঝড় রুপে আগামি ২০ থেকে ২১ শে মের ভেতরে ভারতের সুন্দরবন ও বাংলাদেশের সুন্দরবন ও এর পার্শবর্তী এলাকা ভয়াবহ ভাবে অতিক্রম করতেপারে।

তবে পরবর্তী সময়ে এর সময়সূচি পরিবর্তন হতেপারে।

আর একটু পরিবর্তন হতে সরাসরি পাথরঘাটা বরগুনা উপকূল অতিক্রম করতেপারে,
মনে করুন সেই ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর এর কাছাকাছি।

✔✔ তবে এটি সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করলে আঘাত হানার ও এর পার্শবর্তী এলাকায় ঘন্টায় ২২০ থেকে ২৬০ কিলোমিটার পর্যন্ত বাতাস হতেপারে।

তবে বেশি সম্ভব এটি বাংলাদেশ ভারত উপকূলে আঘাত করতে পারে প্রবল শক্তি নিয়ে।

নোট : , সুতরাং সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফেনী, নোয়াখালী, ও এর পার্শবর্তী এলাকায় যেসকল লোকজনের বাড়ি আসে তাদের বলছি, আপনাদের বাড়ির আসেপাশে যদি ভেঙ্গে পড়ার মতো কোন বড় গাছ থাকে তাহলে দ্রুত সে গাছের ডাল কেটে দিন।
আর সম্ভাব্য দূর্যোগ থেকে বাঁচার জন্য সময় থাকতে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন।

✔✔ আপনার বাড়ি ঘর দুর্বল থাকলে তা দ্রুত সারিয়ে নিন, ফল বা অন্য কিছু থাকলে তা বিক্রি বা নিরাপদ স্থানে মজুদ করে রাখুন।
এই ঝড় সরাসরি উপকূলে আঘাত করলে কমপক্ষে ১৫ দিন আপনার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতেপারে, সুতরাং ফ্রিজে অনেক খাবার মজুদ থাকলে তা খেয়ে ফেলুন। জমিতে ধান থাকলে তা যতটা পারেন নিরাপদ স্থানে নিয়ে নিন।

নোট : বাংলাদেশ সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরে ৭ নাম্বার বিপদ সংকেত দিয়ে দিয়েছেন, সতর্ক সংকেত দ্রুত বৃদ্ধি পাবে।

নোট : সিস্টেম এর প্রভাব এখনও দেশের অভ্যন্তরে পড়েনি, দেশের উপর স্বাভাবিক কালবৈশাখী ফরমেসন সক্রিয় থাকায় আগামি ১৮ শে মে পর্যন্ত হুটহাট করে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী সহ বৃষ্টি বজ্রবৃষ্টি দ্বারা আক্রান্ত হতেপারে, তবে সেটার সাথে সাগরে অবস্থান করা সিস্টেম এর কোন সম্পর্ক নেই।

নোট : যারা আমাদের সমালোচনা করবেন তাদের বলছি, এখন দয়াকরে সমালোচনা করবেন না, দয়াকরে আমাদের কাজ স্বাভাবিক ভাবে করতে দিন, ঘূর্ণিঝড় টি চলে যাবার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো আমাদের সমালোচনা সেই সময় যত পারেন করবেন।

নোট : আসন্ন ঘূর্ণিঝড় amphan নিয়ে কোন গুজবে কান দেবেন্ না, সঠিক নিউজ পেতে আমাদের সহ দেশের যেকোনো নির্ভরযোগ্য আবহাওয়া পেজে নজর রাখুন।

নোট : একটা কথা মনে রাখবেন, আপনারা আগে থেকে সতর্ক হলেন কিন্তু ঘূর্ণিঝড় দেশে আঘাত হানলো না, এতে ক্ষতি তেমন হবেনা " কিন্তু আপনারা আগে থেকে সতর্ক হলেন না, কিন্তু ঘূর্ণিঝড় যদি আপনার এলাকায় এসে যায় তাহলে কিন্তু আপনাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি সহ জীবন পর্যন্ত যেতেপারে। সুতরাং সতর্ক থাকুন নিরাপদ থাকুন।

নোট : নিয়মিত আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সবসময় সিস্টেম টিকে গভীরভাবে পর্যবেক্ষন করছি, কোন তথ্য পাবার সাথে সাথেই আমরা আপনাদের তা সাথে সাথে জানিয়ে দিবো ইনশাআল্লাহ্।

নোট : এইটা একটা পূর্বাভাস মাত্র, আর আবহাওয়ার পূর্বাভাস যেকোনো সময় পরিবর্তন হতেপারে, সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন।

নোট : আমাদের দেশের মানুষদের সতর্ক ও নিরাপদ রাখার জন্য আমরা এটা করছি,

আর যেকোনো উন্নতমানের আবহাওয়ার পূর্বাভাস তথ্যের জন্য আপনারা দেশের সরকারি আবহাওয়া ওয়েবসাইট ও আবহাওয়া পেজে নজর রাখুন।
আর দয়াকরে সরকারি আবহাওয়া সংস্থা কে নিয়ে আপনারা কোন আজেবাজে কমেন্ট করবেন না, কারন তাদের অনেক আন্তর্জাতিক নিয়ম মেনে পুর্বাভাস করতে হয় বিধায় একটু সময় বেশি লাগে।

নোট : ঘূর্ণিঝড় এর অগ্রভাগের মেঘের প্রভাবে আজ বিকেল ও রাত থেকে দেশের দক্ষিন উপকূলীয় এলাকায় একটানা ও ঝাকে ঝাকে বৃষ্টি শুরু হতেপারে, এবং তা সময়ের সাথে সাথে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.