ফকিরহাটের বেতাগাতে ফসল কর্তানোত্তর ব্যবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধিঃ
ফকিরহাটের বেতাগাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার সকাল ১০টায় ফসল কর্তানোত্তর ব্যবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপকৃষি সহকারী প্রদীপ কুমার মন্ডলের সঞ্চালনায় বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত। এছাড়া আরো উপস্থিত ছিলেন বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা ইউপি প্যানেল চেয়ারম্যান নির্মেলেন্দু দেবনাথ, সংরক্ষিত ৩ সন্ধা রানী দাশ প্রমুখ।উক্ত প্রশিক্ষণ বন্ধন সোসাইটির বাস্তবায়নে, প্রশিক্ষণ পরিচালনা করেন ফকিরহাট উপজেলা বন্ধন সোসাইটির প্রশিক্ষক রাকিবুল হাসান এবং খায়রুজ্জামান।
কোন মন্তব্য নেই