Header Ads

ফকিরহাটে করোনা আক্রান্ত পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান


ফকিরহাট প্রতিনিধিঃ  
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ৩০ মে শনিবার দুপুরে ফকিরহাটে করোনা আক্রান্ত রোগীর পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। করোনা আক্রান্ত পরিবার কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের নিজস্ব তহবিল থেকে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

ফকিরহাটে করোনা আক্রান্ত পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষথেকে আর্থিক অনুদান ও জেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জেলা প্রশাসনের পক্ষথেকে করোনা আক্রান্ত রোগীর পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম,বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ,ফকিরহাট  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সহকারি কমিশনার মোঃ শাহাজান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, স্ব স্ব ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগন-ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,বেতাগা ইউপি মোঃ ইউনুস আলী শেখ,নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুহাসিন প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.