প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ( ২০০৯-২০২০)
কথায় বলে, একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান। একটি চমৎকার উক্তি দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনের কঠিন সময়গুলোতে তোমার মনোবল ধরে রাখতে হৃদয়ে অনুপ্রেরণা যুগিয়ে যাবে যে কাজটি মূমুর্ষদের বাঁচাতে প্রাণ, আসুন করি রক্ত দান।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর (১১তম,পূর্তি) উপলক্ষে' এবারের আয়োজন --
১.'নৈতিকতা অবক্ষয় রোধে" যুব সচেতনতায় করণীয় শীর্ষক আলোচনা
২.স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্দেশ্যে থাকবে অনলাইনে কনফারেন্স।
৩. আলোচনা "ঈদের দিনের অনুভূতি"
৪. বৃক্ষ রোপন কর্মসূচি।
৫.স্বেচ্ছায় রক্তদান।
৬.গল্প, কবিতা, গান সহ আরো অনেকে কিছু।
আপনারাও জানাতে পারেন আপনাদের পরামর্শ বা জীবনের গল্প ।
জেলা ,বিভাগ বা ব্যাক্তি বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে পোস্টার, ব্যানার, শুভেচ্ছা বার্তা সহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য সকললের সহযোগিতা একান্ত কামনা করছি।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আগামী ১ জুন ২০২০ সোমবার সারা বাংলাদেশ এ কেক না কেটে বৃক্ষ রোপন এবং স্বেচ্ছায় রক্তদান এর মধ্যে দিয়ে পালিত হবে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সকাল (১০-১১)টায় জুম আপস এর মাধ্যমে বৃক্ষ রোপন এবং স্বেচ্ছায় রক্তদান উদ্ভোদন করবেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান যুব ও ক্রীড়া সংগঠকের আইকন প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্বপ্নদ্রষ্টা রক্তযোদ্ধা আল সাজেদুল ইসলাম দুলাল।অগ্রযাত্রা ও উন্নতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সকল জেলার প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আশা করি ।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ,
একটি স্বেচ্ছায় রক্ত দানকারী প্রতিষ্ঠান
প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান।
১ জুন-২০০৯ সাল থেকে বাংলাদেশ ব্যাপি স্বেচ্ছায় রক্তদানে অসামান্য অবদান স্বরূপ কার্যক্রম করে আসছে ঢাকার সবুজবাগ এলাকা থেকে এ সংগঠনটি। তখন এর কার্যপরিধি ছিলো শুধু মাত্র ঢাকা কেন্দ্রীক পরবর্তীতে ঢাকা জেলার বিভিন্ন থানা ভিত্তিক কার্যনির্বাহী কমিটি গঠন করে মূমুর্ষদের জীবন বাঁচাতে সাহায্য করে এরপর ২০১৪-২০১৫ সালে সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ে প্রতিক্ষণ এর কার্যক্রম। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান যুব ও ক্রীড়া সংগঠকের আইকন প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্বপ্নদ্রষ্টা রক্তযোদ্ধা সাজিদুল ইসলাম দুলাল বাংলাদেশ এর ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রক্তযোদ্ধা সৈনিক হিসাবে বিভিন্ন সম্মাননা ও খ্যাতি অর্জন করেছেন--
▶বিশেষ বিশেষ পদকের মধ্যে আছে -
১.ওমর একুশে স্মৃতি পদক
২.মাদার তেরছা পদক
৩.মহাআত্মা গান্ধী পদক
৪.শেরেবাংলা এ কে ফজলুল হক স্বর্ণ পদক
৫.বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক
সহ মোট ১২৫ টি পদক গ্রহণ করেন।
এপর্যন্ত ৩১ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ(PBRB) কাজ হচ্ছে অনলাইন থেকে মানুষকে রক্ত সংগ্রহ করে মানুষ এর জীবন বাঁচানো।
আর আমরা সবাই জানি যে মানবজীবনে এক ফোটা রক্তের গুরুত্ব অপরিসীম। অনেক ক্ষেত্রে দেখা যায় এক ব্যাগ রক্তের জন্য একজন মানুষ মৃত্যু বরন করছে। জরুরী মুহূর্তে একটা রোগীকে রক্ত প্রদানের লক্ষ্যে এ সংগঠনটি স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এ সংগঠনটি বাংলাদেশ এর ৬৪ টি জেলার ভিতর ইতিমধ্যেই ৫৩ টি জেলার কমিটি সম্পূর্ণ করেছে। আর বাকি ১১ টি জেলা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও দেশের ৮টি বিভাগীয় কমিটিরও করা হয়েছে ।
উক্ত সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। মূমুর্ষদের বাঁচাতে প্রাণ,আসুন করি রক্ত দান। এই স্লোগান নিয়ে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশে ভবিষতে একটি উজ্জ্বল ভবিষ্যত গঠন করবে ইনশাআল্লাহ।
ইতি মধে ৬,০০০ জন সদস্য নিয়ে দেশের প্রায় ৫৩ টি জেলার মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিক্ষণ এর এই ৬,০০০ সদস্য একটি পরিবার আর এই পরিবার থেকে বছরে প্রায় ৩০০ ব্যাগ রক্ত মূমুর্ষদের বাঁচাতে সহয়তা করছি তবে এ বছর এই দান দ্বিগুণ হওয়ার সম্ভবনা। আমরা রক্তদানের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা বা ডোনার তৈরী করছি। দেখা গেছে রিজার্ভ ডোনার না থাকলে মূমুর্ষদের বাঁচাতে জরুরী প্রোয়জনে দাতা পাওয়া খুবিই কষ্টকর তাই রক্তদাতা তৈরী করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সবুজে বাঁচি সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই এই স্লোগান নিয়ে আমরা স্বেচ্ছায় রক্তদান বা ডোনার তৈরীর পাশাপাশি প্রতিটি জেলায় একটি বৃক্ষ রোপন কর্মসূচি বাধ্যাতা মূলক করেছি।
মূমুর্ষদের বাঁচাতে প্রাণ, আসুন করি রক্ত দান এই স্লোগানকে সামনে নিয়ে দেশের ৮ টি বিভাগ এবং ৬৪ টি জেলায় চাহিদার প্রায় ২৫ শতাংশ রক্ত আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যুবকদের উদ্যোগক্তা হিসাবে তৈরী করতে ইতিমধ্যেই অন লাইন বিত্তিক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন চালু করতে যাচ্ছি। প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৬৪ টি জেলার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সু সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর।
আমাদের রক্তযোদ্ধা সৈনিকরা দেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় কমিটির মাধ্যমে যার যার নিজ অবস্থান থেকে নিরবে নিভৃতে এই মহান মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
প্রতিটি মানুষের হৃদয়ে জেগে উঠুক নির্মল জ্ঞান, দূরীভূত হউক হিংসা - বিদ্ধেষ আর বৈরিতা, গড়ে উঠুক প্রেম-প্রীতি ভালোবাসা, মায়া-মমতা এবং ভ্রাতৃত্ববোধ,জেগে উঠুক ঐক্যের উদ্দীপ্ত চেতনা।
প্রষ্ফুটিত হোক ভবিষ্যৎ বিশ্ব ভ্রাতৃত্ব। সুন্দর, স্বার্থক ও যথাযথ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ।
কোন মন্তব্য নেই