Header Ads

মোংলায় করোনা ভাইরাস নিয়ে গুজব ছাড়ানোর দায়ে র‍্যাবের হাতে আটক -১



বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোংলা উপজেলা হতে করোনা ভাইরাস সংক্রমন  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিভ্রান্তি মুলক তথ্য পেশ করার দায়ে আজ (১লা মে)  তানজিদুল ইসলাম নয়ন নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৬।

সূত্রমতে জানা যায়,  আটকৃত যুবক মোংলা উপজেলার জয়মনি গ্রামের বসিন্দা এবং নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়।

আটকের সময় নয়নের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করেন র‍্যাব সদস্যগন। এর পর অভিযুক্তকে মোংলা থানায় সোর্পদ করা হয়েছে।

র‌্যাব-৬ এর বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বাগেরহাট টাইমসকে  জানান, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের এক যুবক তার সোস্যাল মিডিয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত ও সরকারের বিভিন্ন কাজের পদক্ষেপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আসে র‌্যাব- এর কাছে। এমন অভিযোগের সুত্রধরে জয়মনি এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ওই এলাকার মজিবুর রহমান মোল্লার ছেলে তাঞ্জিরুল ইসলাম নয়ন (২২) নামের যুবকে আটক করে। দুপুরে নয়নকে মোংলা থানায় হস্তান্তর করে এবং র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক রমজান আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তবে র‌্যাবের জিজ্ঞাসাবাদে এসকল গুজবের কাজে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে যুবক নয়ন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.