Header Ads

রামপাল খেওয়া ঘাটে চলছে অনিয়ম, মানছে না সামজিক দুরত্ব বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ
রামপাল মোংলার অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াতের স্থান রামপাল খেওয়াঘাট, রামপাল থেকে পেড়িখালী কিংবা মোংলা বা ভোজপতিয়া যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি, প্রতিদিন প্রায় ৫/৬ হাজার লোকের পারাপার এই ঘাট দিয়ে। করোনা ভাইরাসের কারনে সরকার নির্দেশ দিয়েছেন প্রত্যেকে সামাজিক দুরত্ব মানতে ৩ ফুট দুরত্ব বজায় রেখে চলতে হবে। যে কারনে নৌকা ও ট্রলারে কমযাএি নিয়ে পারাপারের কথা। কিন্তু  রামপাল খেওয়াঘাটে সরজমিনে গিয়ে দেখা যায় দুটি ট্রলার চলার কথা থাকলেও একটিমাত্র ট্রলার চলছে। এবং নির্ধারিত সংখ্যার বেশি যাএী নিয়ে পারাপার হচ্ছে। 

অল্পকিছুদিন আগে বেশি যাত্রী নেওয়ার কারনে ট্রলার ডুবির ঘটনা হয় এবং একটি মটরসাইকেলও নিখোঁজ হয়। করোনা ভাইরাসকে পুজি করে চলছে নিরব চাঁদাবাজি। আগে যাত্রী প্রতি ভাড়া ছিল ৩ টাকা কিন্তু কমযাত্রী নেওয়ার শর্তে ৫ টাকা করে ভাড়া বাড়ায় ঘাট কতৃপক্ষ  কিন্তু তারা আগের মত যাত্রি নিচ্ছে। এম এ হুরাইরা নামে এক যএী বলেন সকালে খেয়া বন্ধ থাকে ৮ টা পর্যন্ত, তখন পার হইতে হয় নৌকায় তারা ভাড়া নেয় ১০ টাকা।
আবার ঘাটে বসা চাঁদাবাজদের দিতে হয় ৫ টাকা,
মানে হচ্ছে সকাল ৮টার আগে ঘাট পার হতে গুনতে হবে ১৫ টাকা মাত্র, আর সারা দিন ৫ টাকা করে যা আগে ছিল ৩ টাকা, কোভিড-১৯ উপলক্ষে ২ টাকা বেড়েছে, মোটরসাইকেলে আগে ৩০ টাকা থাকলেও এখন ৫০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।ঘাট কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করে । এব্যাপারে ভুক্তভোগীরা যথাযথ কতৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.