বাগেরহাটের বৈটপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের চিতলী বাদামতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে শাকিল শেখ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জানাযায়, শিশুটি বৈটপুর গ্রামের ভ্যানচালক মোস্তফা শেখের মেয়ে নাতি ও রেহেনা আক্তারের ছেলে। শিশুটির পিতৃনিবাস যশোর জেলায়। স্থানীয়দের থেকে জানা যায়, শিশুটির মা ঢাকাতে চাকরি করতো, তাই জন্মের পর থেকে শিশুটিকে লালন পালনের জন্য নানা বাড়িতে রাখা হয়।
করোনার সাধারন ছুটিতে বাচ্চাটির মা বাসায় আসে এবং একই সাথে বসবাস করতে শুরু করে। মৃত শিশুর পরিবারের সাথে কথা বলে জানা যায়, আজ দুপুর আনুমানিক ৩ টা নাগাদ দুপুরের খাবারের পর বাচ্চাটি ঘরের উঠানে খেলা করতেছিল। কিছুক্ষন পর বাঁচ্চাটিকে না দেখে খোজ শুরু করলে পুকুরের দিক নজর যায় এবং ভাষমান অবস্থায় বাচ্চাটিকে দেখতে পাই। দ্রুত পানি থেকে তুলে পেট চেপে পানি বের করে, বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাই এবং তখন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই