শরণখোলায় গত দুই রাতে লকডাউনের সুযোগে পাঁচ বাড়িতে চুরি
মোঃ লালচান মাহমুদ, শরণখোলা থেকেঃ
বাগেরহাটের শরণখােলায় গত দুই রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, মােবাইল ফােন, টিভি ও ইজি বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলাে জানায়, (শনিবার) দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ দল সিঁদ কেটে উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামের মােঃ সবুর মৃধার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও দুইটি মােবাইল ফােন, তার ভাই রুহুল মৃধার ঘর থেকে নগদ আট হাজার টাকা ও একটি মােবাইল ফােন এবং পার্শ্ববর্তী শহিদুল হাওলাদারেরে ঘর থেকে চার হাজার টাকা ও একটি মােবাইল ফােন চুরি করে নিয়ে যায়।
এছাড়া (শুক্রবার) দিবাগত রাতে দক্ষিন রাজাপুর গ্রামের রেজাউল খাঁনের ঘরে প্রবেশ করে একটি এলইডি টেলিভিশন ও দুইটি মােবাইল ফােন এবং মালসা গ্রামের হবিব ফরাজির ইজিবাইকের চারটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে লকডাউনের সুযোগে গত দেড় মাসে শরণখােলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে শতাধিক চুরির ঘটনা ঘটেছে।
শরণখােলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, চুরির ব্যাপারে খাঁজখবর নেওয়া হচ্ছে। তাছাড়া, ছােটখাটাে দু-একটি চুরির ঘটনা ঘটলেও এ বিষয় থানায় কেউ অভিযােগ করেনি ।
কোন মন্তব্য নেই