Header Ads

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আতঙ্ক, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ


জাকারিয়া হোসেন (রামপাল সদর প্রতিনিধি)।।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হঠাৎ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কোন ব্যক্তি কে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে না, সোমবার সকাল থেকেই এই নিয়ম চালু করেছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত রোগীকে দেখে বোঝার কোন উপায় থাকেনা, তাই এই পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মীরাও এ ব্যাপারে বেশ সচেতন, কিন্তু প্রথম দিনে না জানার জন্য হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীদের দোকান থেকে  নতুন করে মাস্ক কিনতে হয়েছে। তবে তাদের সাথে কথা বলে জানাযায় হাসপাতালের নতুন এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবেই পালন করছেন। 

এই ব্যাপরে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন অনেক সময়  উপসর্গ দেখে ও করোনা রুগীকে সনাক্ত করা সম্ভব না। এমন কি নমুনা টেস্টের আগে কখনো জানা সম্ভব না যে সে করোনায় আক্রান্ত কি না। হাসপাতালে অনেকেই চিকিৎসা নিতে আসেন আর  একজন করোনা রোগীর থেকে যেন অন্য একজন সাধারণ রুগী বা হাসপাতালের চিকিৎসক বা স্টাফ যেন আক্রান্ত না হয় সেই জন্য সকল রুগীর জন্য মাস্ক পরা বাধ্যকতামূলক করা হয়েছে।

উল্লেখ্যযে রামপাল থানায় এই পর্যন্ত একজন করোনা রুগী সনাক্ত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.