Header Ads

ফকিরহাটের বেতাগাতে করোনা ভাইরাসের কারণে হোল্ডিং ট্যাক্স আদায় কল্পে বিশেষ কর মেলা ২০২০ অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটের ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার সকাল ১০টায় ইউপি চত্তরে হোকনা আমার কুড়ে ঘর তবুও দিব অল্প কর স্লোগানে করোনা ভাইরাসের কারণে হোল্ডিং ট্যাক্স আদায় কল্পে বিশেষ কর মেলা ২০২০ অনুষ্ঠিত হয়।উক্ত কর মেলা অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। বেতাগা ইউনিয়ন পরিষদের কর প্রতি বছরের ন্যায় এবার ও শতভাগ আদায়ের লক্ষে কর মেলার আগে ৪টা ওয়ার্ডের কর আদায় সম্পূর্ণ হয়েছিল।কর মেলায় কর আদায় চলে সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত।কর মেলায় বেতাগা দিবসের কর আদায়ের মত শতকরা ১০ টাকা কমিশনে আদায় করা হয়।কর মেলায় কর আদায় সম্পূর্ণ করে মোট ৯৬ ভাগ কর আদায় সম্পূর্ণ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.