মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা - Bagerhat Times

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা




মো:রাজু আহম্মেদ; সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটরই গ্রামের গরু ব্যাপারী জাহাঙ্গীর শেখের মেয়ে ফাহিমা সুলতানা পাখি (১৩) মায়ের ওপর অভিমান করে রোববার (১০ অক্টোবর ) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মধ্য আটরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে রান্না করার সময় ফাহিমার মা তাকে ঘরের কাজে সহযোগিতা করতে বলেন। কিন্তু সে কাজে সাহায্য না করে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। সেখান থেকে বাসায় আসলে তার মা তাকে বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে রশি দিয়ে ঝুলে ছিল। সেখান থেকে উদ্ধার করে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here