ঝালকাঠিতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত অন্তত ১৫ - Bagerhat Times

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২২ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত অন্তত ১৫

 



টাইমস ডেস্কঃ

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় প্রায় ৬০জন যাত্রী নিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এখন পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। 

শনিবার সকাল ১০টার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল যাত্রীবাহী বাস বাশার-স্মৃতি। বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক। এতে, পুকুরে পড়ে যায় বাসটি। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি

পুলিশ সূত্রে জানাগেছে বাশার স্মৃতি পরিবহণ নামের বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগতিতে আসা বাসটি একটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। 

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত ৭ জন নারী, ৬ জন পুরুষ ও ২ শিুশুর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad