Header Ads

মানুষের দোরগোড়ায় সহায়তা পৌছে দিতে কাজ করছে রামপালের ইউএনও তুষার কুমার পাল


আবু তাহের (রামপাল প্রতিনিধি):  বিশ্ব কাঁপছে করোনা আতংকে । বাংলাদেশেও করোনার প্রভাব বিস্তার করছে । এরই মধ্যে সমগ্র বাংলাদেশের সকল এরিয়াকে ঝুকিপূর্ণ ঘোষণা করেছে।  আইডিসিআর’র তথ্য অনুযায়ী আজ (১৯ এপ্রিল) পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২৪৫৬ জন, মারা গেছে ৯১ জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। এই মহামারীর সংক্রমন রোধে সরকার সাধারন ছুটি বাড়িয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত । বন্ধ রাখা হয়েছে নিত্যপন্যের দোকান ছাড়া সব দোকান । সকল প্রকার সরকারী বেসরকারী অফিস বন্ধ রয়েছে । বাগেরহাটের রামপাল উপজেলায়ও একই চিত্র । উপজেলার অনেক জায়গা ঘুরে দেখা গেছে এই পরিস্থিতিতে খেটে খাওয়া দিন এনে দিন খাওয়া মানুষের আয়ের উৎস একদম নেই বল্লেই চলে । মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তদের অবস্থাও সংকটাপন্ন ৷ লোকলজ্জার খাতিরে মুখ ফুটে বলছেন না অনেকেই ৷
এই পরিস্থিতিতে মানুষের মাঝে সরকারী ত্রান সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেই ধারাবাহিকতায় রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা কার্য্যক্রম অব্যহত রয়েছে। এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্যে সবসময় পর্যবেক্ষন করছেন ইউএনও তুষার কুমার পাল ৷ তিনি জানান, চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থঃ খাদ্য সংকটে থাকা মানুষদের সাহায্যার্থে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যেই তালিকা তৈরী করা হয়েছে ৷ এছাড়া লোকলজ্জার ভয়ে অনেকেই সাহায্য চাইতে পারেন না খোঁজখবর নিয়ে তাদের নামও তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ তালিকা অনুয়ায়ী সকল বরাদ্দ পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকলের কাছে পৌছে দেয়া হবে ৷ একজন ব্যাক্তিকে দুইবার ত্রান দেওয়া হবে না এবং কোনো ব্যাক্তি ত্রান থেকে বাদ পড়বে না ৷ এখানে যাতে কোনো দূর্নিতী না হয় আমি সেদিকে বিশেষ নজর রেখেছি ৷ শতভাগ স্বচ্ছতার সাথে ত্রানগুলো মানুষের কাছে পৌছে দিতে উপজেলা প্রশাসন তৎপর আছে ৷ ত্রান বিতরণে অনিয়ম দূর্নিতী করলে কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা ৷ অসহায় কোনো ব্যাক্তিই তালিকা থেকে যাতে বাদ না যায় আমি সে বিষয়ে চেয়ারম্যানদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি ৷ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ৷ এবং করোনার সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এলাকাবাসী বলছেন, করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সর্বদা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এই উপজেলায় ইউএনও হিসাবে দীর্ঘদিন তিনি কর্মরত আছেন ৷ পদমর্যাদার চেয়ে মানবতার সেবাই তার কাছে মূখ্য বলে তিনি সুনাম অর্জন করেছেন । তার এই কার্যক্রমকে সাধূবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.