Header Ads

খুলনা মেডিকেলের আরো দুই চিকিৎসকের করোনা পজেটিভ



নিজস্ব প্রতিবেদকঃ 

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের এক সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের এক সহকারী অধ্যাপকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে খুমেক হাসপাতালের তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ খুমেকে সর্বমোট ১০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। শনাক্ত হওয়া দুই জনই খুমেকের চিকিৎসক। তারা দুইজনই ১০ এপ্রিল ঢাকা থেকে খুলনায় এসেছেন এবং গেষ্ট হাউজে থাকেন।
খুমেকের ল্যাব সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত সর্বমোট ৭২৮ টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল এর চিকিৎসক তিনজন। বাকি চার জন হলেন, বাগেরহাটের চিতলমারীর এক মোয়াজ্জেম, যশোরের মনিরামপুরের এক স্বাস্থ্যকর্মী, খুলনা মহানগরীর করিমনগরের এক অবসরপ্রাপ্ত ব্যাংকার ও নড়াইলের লোহাগড়ার এক নিরাপত্তা কর্মী।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) খুমেক ইউরোলজি বিভাগের এক সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে খুলনা ডায়াবেটিক হাসপাতালের করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.