রামপালে দুই হাজার অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা প্রশাসন
রামপাল প্রতিনিধি।। বাগেরহাটের রামপালে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায়,কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী দশটি ইউনিয়নে মোট ২ হাজার ৪ শত পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন খুলনা সিটির মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লীপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শোভন সরকার, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, ওসি মোঃ দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বিশ্বজিৎ রায়, অনিন্দ্য মন্ডল, মলয় মন্ডল, শেখর তরফদার,বিপ্রদাস রায়, অনামিকা হালদার প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য বলেন, সরকার মহামারি এই করোনা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। কর্মহীন, অসচ্ছল ও অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার প্রতিশ্রুতিসহ নানামূখি পরামর্শ ও দিচ্ছেন। দিনদিন করোনা রোগে মানুষের মৃত্যু ভারি হচ্ছে। এখনো সময় আছে আপনারা সচেনতার সাথে ঘরে অবস্থান করুন।
কোন মন্তব্য নেই