বাগেরহাটে সহস্রাধিক কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দিল বাংলাদেশ সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ
বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি প্রত্যন্ত গ্রামের কর্মহীন সহস্রাধিক দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বাগেরহাটে করোনায় দায়িত্ব পালনরত পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের ২৮ ব্রিগেড বাগেরহাটের চার উপজেলার সহস্রাধিক অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়।
পটুয়াখালী সেনানিবাসের ৭ পদাধিক ডিভিশনের ২৮ ব্রিগেডের লেফট্যানেন্ট সাইফুল্লাহ খাঁন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সকল শ্রেণিপেশার মানুষের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। এই কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে। আমরা সরকারের সচেতনতামূলক নানা কর্মকান্ড পরিচালনার পাশাপাশি নিম্ন আয়ের বেকার হয়ে পড়া দরিদ্র পরিবারকে সহযোগিতার চেষ্টা করছি। বাগেরহাটের ফকিরহাট,
মোরেলগঞ্জ, শরণখোলা এবং সদরের প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে তাদের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দিচ্ছি। জেলার চারটি উপজেলার সহস্রাধিক দরিদ্র মানুষের জন্য আমাদের এই সহায়তা। সেনা সদস্যদের জন্য বরাদ্দ হওয়া মাসিক রেশন থেকে আমরা দরিদ্র পরিবারকে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।
কোন মন্তব্য নেই