বাগেরহাট জেলা পুলিশের ব্যাবস্থাপনায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য জনবল প্রেরন
রামপাল প্রতিনিধি।। রামপালে বাগেরহাট জেলা পুলিশের ব্যাবস্থাপনায় কৃষি শ্রমিকদের ধান কাটা ও মাড়াইয়ের জন্য অন্য জেলায় প্রেরন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের ডাকরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই সময়ে এখানকার কৃষি শ্রমিকরা বিভিন্ন জেলায় ধান কাটতে যায়। তাই শ্রমিকদের করোনা সচেতনতায় বিভিন্ন বিষয়ে ব্রিফিং করা হয়েছে। এতে কৃষকের ধান কাটায় যেমন সুবিধা হবে তেমনি এদের আর্থিক সচ্ছলতা আসবে। পরবর্তীতে আরও ২ হাজারের বেশী লোক আমরা বিভিন্ন জেলায় এ উদ্যেশ্যে প্রেরন করবো ।
এ সময় তিনি কৃষি শ্রমিকদের নিজেদের সুরক্ষার জন্য সচেতন থাকতে পরামর্শ দেন। এ সময় বাছাইকৃত ৯২ জন কৃষি শ্রমিকের মাঝে করোনা মোকাবেলায় বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয় এবং জীবানুমুক্ত স্প্রে ব্যাবহার করে ট্রলারযোগে পাঠানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল,রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম,এসআই মনিরুল ইসলাম,ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান শেখ মোঃ নূরুল আমিন সহ রামপাল থানার কর্তব্যরত পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয়রা।
কোন মন্তব্য নেই