Header Ads

ছাত্রলীগের উদ্যোগে খুলনায় খাদ্য সামগ্রী বিতরন

টাইমস ডেস্কঃ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনে আয় বন্ধ হয়ে অসহায় জীবন-যাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ।

খুলনা জেলা ছাত্রলীগ এর অাপ্যায়ন সম্পাদক শেখ মোঃ  রাসেল এর উদ্দোগে সেসব অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

এই সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায় মানুষরা সাহায্য পেয়ে খুবই উচ্ছসিত হয়েছেন।

জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক শেখ মোঃ রাসেল বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে অামার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।তার ধারাবাহিকতায় আজ খুলনাতে রিকশা/ভ্যান  চালক ও শ্রমজীবি মানুষকে  চাল,ডাল,সয়াবিন তেল,আলু,চিড়ে, মুড়ি বিতরন করেছি।

তিনি আরো বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নির্দেশে লকডাউন চলাকালীণ সময়ের শুরু থেকে  আমার ব্যাক্তি উদ্দোগে এবং বিভিন্ন ব্যাক্তি ও সামাজিক সংগঠনের মাধ্যমে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি । যতদিন এই করোনা পরিস্হিতি আল্লাহ মুক্ত না করেন, এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
তিনি সমাজের বিত্তবান লোকদের অসহায় মানুষের পাশে দাড়ানোর কথা বলেন। এবং সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.