Header Ads

দেশে ফেরার দাবিতে রাস্তায় নেমেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকগন


বাগেরহাট প্রতিনিধিঃ


বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান করছেন। অনেকে আবার পায় হেটে রওনা হয়েছেন এমন খবরও পাওয়া গেছে।

 সোমবার দুপুর ১২টার দিকে আইনশৃংখলা বাহিনীর বাঁধা উপেক্ষা করে কয়েকশ ভারতীয় শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে আসেন। এসময় আইনশৃংখলা বাহিনী তাদেরকে বাঁধা দিলে তারা বিক্ষোভ করেন। এদের মধ্যে অনেকে পায়ে হেটে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা-মোংলা মহাসড়ক বাবুর বাড়ি মোড়ে এসে পৌছান।এদের ভেতর অনেকের ই ইতিমধ্য ভিসার মেযাদ শেষ হয়ে গেছে।



 শ্রমিকদের বিষয়টি সমাধানের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পৌছান।


 বিকেল সোয়া তিনটার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাদেরকে কেন্দ্রের ভিতরে নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে ৫ জনসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসেন। বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষ হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া ৯ দিনের বেতন পরিশোধ, যে কয়দিন শ্রমিকেরা সেখানে থাকবেন তাদেরকে ভাল খাবার পরিবেশন ও স্বল্প সময়ে তাদেরকে ভারতে যাওয়া সুযোগ করে দেয়ার সিদ্ধান্তে আন্দোলনরত শ্রমিকেরা শান্ত হয়েছেন।


এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবীর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে। ফলে শ্রমিকেরা তাদের ব্র্যাকে ফিরে গিয়েছেন। এছাড়া যারা ভারতে চলে যেতে যান দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশী রয়েছেন ১৮০২ জন। এরমধ্যে চায়না ২১ জন এবং ১৩৪৪ জন ভারতীয় রয়েছেন। 


                     
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মাঃ রিজাউল করিম বলেন, দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরণের হতাশার সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে যাওয়ার দাবিতে কিছু শ্রমিক বাইরে বের হয়ে অবস্থান নিয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.