দেশে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ১৪ জনের
টাইমস ডেস্কঃ
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পরা মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে বিশ্ব ব্যাপী প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ড সংখ্যক ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৬৫৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার (১০ মে) দুপুর ২ঃ৩০মিঃ করোনা ভাইরাস নিয়ে দেশের গত ২৪ ঘন্টার সর্বশেষ তথ্য তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে মোট পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২২ হাজার ৬৫৭ টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জন। এ ছাড়া আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮ জনে।
এবং গত ২৪ ঘন্টায় আরো ২৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এ নিয়ে করোনা ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ২৬৫০ জন।
নাসিমা সুলতানা আরো জানান, নতুন করে যারা মারা গেছেন, তাদের ১০ জন পুরুষ ও চারজন নারী। চার নারীর মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব দুজন রয়েছেন। পুরুষদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব তিনজন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী একজনও রয়েছেন।
নাসিমা সুলতানা আরো জানান, নতুন করে যারা মারা গেছেন, তাদের ১০ জন পুরুষ ও চারজন নারী। চার নারীর মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব দুজন রয়েছেন। পুরুষদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব তিনজন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী একজনও রয়েছেন।
কোন মন্তব্য নেই