বাগেরহাটে নতুন করে একজন করোনায় আক্রান্ত
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক অনুপ্রবেশকারী নারীকে করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে।
জানা যায়, ওই নারীর পিতার বাড়ী কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নে শোলারখোলা গ্রামে।
গত বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাগেরহাট অাসেন এবং কচুযায় নিজের ভাইযের অবস্থান করেন। রোগীর শরীরে করোনার লক্ষন ছিলো না, তারপরও অনুপ্রেবশকারী হিসেবে তার করোনা টেষ্ট করানো হয এবং রিপোর্ট পজেটিভ এসেছে।
এজন্য উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ রোগীর বাড়ী সহ আশপাশের বাড়ী লকডাউন ঘোষনা করেছেন।
অাজ রবিবার রাত ৯ টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের নিকট তথ্য নিশ্চিত করেছেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মনিশংকর পাইক জানায়, ওই রোগীর শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। বাইরে থেকে আশার কারনে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়, ওই দিন তিনটি নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে রবিবার একটি করোনা পজিটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। রোগীটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
কোন মন্তব্য নেই