মোংলায় পৌছালো বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রান, দূ্র্গম এলাকয় পৌছে দিল বাংলাদেশ নৌবাহিনী
বাগেরহাট প্রতিনিধিঃ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো ত্রান পৌছাল উপকূলীয় অঞ্চল মোংলাতে। আজ সকালে মোংলা উপকূলের দূর্গম এলাকা বাজুয়ায় ৩ শ দুস্থ্য পরিবারের মাঝে এসব ত্রান বিতরন করলেন বাংলাদেশ নৌবাহিনী মোংলা। করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে বর্তমান অচল পরিস্থিতিতে মোংলা ও তার আশে পাশের দূর্গম এলাকাগুলোতে কমান্ডার খুলনা নেভাল এরিয়া তত্বাবধানে নৌঘাঁটি বানৌজা মোংলা কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।
তার ই ধারাবাহিকতায় আজ সকালে দকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৩শ টি পরিবারের হাতে বিদ্যানন্দন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী মোংলা। প্রতিটি পরিবারের জন্য রয়েছে চাল, আটা, ছোলা, তেল, সুজি, বিস্কুট, লবন ইত্যাদি। বাজুয়া ইউনিয়ন এর অধিকাংশ মানুষ নিম্নবিত্ত শ্রমজীবী এবং জীবিকার তাগিদে তারা ঘর থেকে বের হয়ে আসছে। করোনা পরিস্থিতিতে তাদের ঘরে থাকা উদ্বুদ্ধ করতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য ত্রান সামগ্রী বিতরন এর মাধ্যমে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
কোন মন্তব্য নেই