৭১’র চেতনা সংগঠনের বাগেরহাট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক সেবামুলক ও সাংস্কৃতিক সংগঠন ৭১ এর চেতনা এর বাগেরহাট জেলা শাখার আহবাযক কমিটি গঠন করা হযেছে। গতকাল সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি সদস্য মোঃ সোহানুর রহমান সোহান কে আহবায়ক ও মোঃ সিরাজুল ইসলাম ঢালীকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অনন্য সদস্যরা হলেন কামনী সুলতানা,জয়দেব দেব নাথ, মেহেদী হাসান, নেয়াম শেখ,এনামুল কবির নাঈম,মিরাজ সরদার, ফয়সাল হাওলাদার। নাবগঠিত কমিটির অনুমোদ পত্র(সংগঠনের অফিসিয়াল প্যাডে) সাক্ষর করেন ৭১ এর চেতনা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড.বাহাউদ্দিন গোলাপ ও সাধারন সম্পাদক শবনব জেবিন। এসময় দায়িত্ব গ্রহনের পর কমিটির আহবায়ক মোঃ সোহানুর রহমান জানান,৭১’র চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন। সংস্থার কাজ হলো সমাজের সকল প্রকার ন্যায় সঙ্গত কাজে সমাজকে সাহায্য করা।৭১ এর চেতনা মুক্তিযুদ্ধের মুল মন্ত্রকে বুকে নিয়ে সমাজের জন্য কাজ করে যাবো আমরা, ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই