মোংলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী "খাউল" সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধিঃ
আজ (০৩মে ) বিকাল ৪ ঘটিকার সময় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ৭নং ওয়ার্ডের একটি বাড়ির পাশ থেকে খাউল নামক একটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
এলাকাবাসী বন্যপ্রাণীটাকে দেখলে প্রথমে সিপিজির সদস্য মোঃ মাসুদ শেখকে খবর দেয়। পরে ঘটনা স্থলে চলে আসেন তিনি।
পরে চাঁদপাই স্টেশন কর্মকতা এসও মোঃ ওবাইদুল ইসলামকে খবর দিলে পরে এলাকাবাসী ও ফরেস্ট সিপিজি ও ওয়াইডটিমের সহযোগিতায় সুন্দরবনে বন্য হরিন গোত্রীয় খাউল প্রাণীটি অবমুক্ত করা হয়।
এই বিষয় জানতে চাইলে মোঃ ওবাইদুল ইসলাম বলেন প্রথমে সিপিজির সদস্য মোঃ মাসুদ শেখ আমাকে ফোন দিয়েছিলো আমি সাথে সাথে আমার স্টাফ নিয়ে ঘটনা স্থালে পৌছাই এবং সুন্দরভাবে খাউলটিকে সুন্দরবনে অবমুক্ত করি।
কোন মন্তব্য নেই