জি,এল,গ্রেপ" অব বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর মোংলা ইপিজেডে খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্বব্যাপী (কভিট-১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর সহ মধ্যবিত্ত মানুষ। দেশে, সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। তারই অংশ হিসাবে (০৩ মে) রবিবার সকালে বেপজার জি,এম মোঃ মাহবুব আহম্মেদ সিদ্দিক এর উপস্থিতিতে মোংলা ইপিজেড এর অন্তর্ভুক্ত "জি,এল,গ্রেপ বাংলাদেশ" কোম্পানি লিমিটেড (তাবু) এর পক্ষ থেকে ২ 'শত অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য উপহার তুলে দেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জং কিউন পার্ক, জেনারেল ম্যানেজার মোঃ কবির হোসেন ও সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ' সময় জনসাধারণ এর পক্ষ থেকে ১০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার গ্রহন করেন মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব কামরুজ্জান জসিম।
৫০ পরিবারের জন্য উপহার গ্রহন করেন মোংলা পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, উত্তম সরকার ও মোংলা পৌর মহিলা লীগ এর সাধারন সম্পাদক,স্তুতি সরকার এবং ৫০ পরিবারের জন্য উপহার গ্রহন করেন বুরিরডাংগা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য প্রদিপ হালদার। এ সময় কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ কবির হোসেন বলেন,প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করবেন'না।
তিনি অরো বলেন প্রয়োজনে পরিবারকে সময় দিন, পরিবারের খুটিনাটি কাজ করুন তবুও ঘরের বাইরে যাবেন না। আপনারা জানেন বর্তমান (কোভিট-১৯) করোনা ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস কে মহামারি ঘোষনা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই কঠোর অবস্থানে যাওয়ার কারনে এ ভাইরাস থেকে বাংলাদেশে সংক্রমনের সংখ্যা অন্য রাষ্ট্রের তুলনায় অনেকটাই কম। দেশের এই দূর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দ্বায়িত্ব নেই তাহলে এই দূর্যোগ মোকাবেলা করা অনেক সহজ হবে। মানুষ মানুষের জন্য এটাই হোক আমাদের অঙ্গীকার।
কোন মন্তব্য নেই