ফকিরহাটে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় বিভিন্ন সাইক্লোন শেল্টার সহ ৯২ টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত
ফকিরহাট প্রতিনিধিঃ
ফকিরহাটে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় শেখ হেলাল উদ্দীন কলেজ সাইক্লোন শেল্টার,বিঘাই শ্রীরাম কৃষ্ণ সাইক্লোন শেল্টার সহ ৯২ টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছেন উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন।ফকিরহাট উপজেলাতে খোলা হয়েছে কন্ট্রল রুম।
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা স্বপন কুমার দাশ আশ্রায় গ্রহনকারী সহ সকলদের প্রতি আহব্বন রেখে বলেন, যাদের বাসাবাড়িতে থাকা ঝুঁকিপূর্ণ মনে হবে তারা নিকটস্থ সাইক্লোন শেল্টার, বিদ্যালয় ভবন এবং ইউনিয়ন পরিষদে আশ্রায় গ্রহন করবেন এবং মুসলমানদের মধ্যে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিটি আশ্রায় স্থানে সেহেরির খাবার প্রদান করা হবে।তবে আপনরা সকলে করোনা ভাইরাস দূর্যোগের কথা চিন্তা করে সামাজিক দূরত্ব বজায়ে রাখবেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
কোন মন্তব্য নেই