Header Ads

অসহায় দারিদ্র্যদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

সাব্বির তরফদার স্টাফ রিপোর্টারঃ  


রবিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর সবুজ বাগ থানা এলাকার কদমতলার, রাজারবাগ এবং আহমদবাগ কর্মহীন মানুষের মাঝে ২৫ টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রতিক্ষণ ফাউন্ডেশন এর সম্মানিত মহাসচিব আল সাজিদুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজ সেবক,মোঃ মনির হোসেন ,শাহীন আহমেদ,অতিক হাসান রনি এবং নিয়াজুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রতিক্ষণ ফাউন্ডেশন এর আজীবন সদস্য  ফারজানা হাসান সূচী এক অডিও বার্তায় বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে  মানুষের পাশে দাঁড়াতে পেরে এবং সামান্য কিছু উপহার দিতে পেরেছি তাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি । আর তাই প্রতিক্ষণ ফাউন্ডেশন হয়ে আমাদের সাধ্য অনুযায়ী এই মহৎ কাজটি করছি এবং করবো ইনশাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে, এই মুহূর্তে আপনারা ঘরে থাকুন সুস্থ  থাকুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে কাজ করুন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস একটি  ছোঁয়াচে রোগ। সবাইকে সাবধান থাকতে হবে। আপনারা যদি বাইরে ঘোরাফেরা করেন আপনার কারণে আপনার পরিবার, আপনার প্রতিবেশীরা এ রোগে আক্রান্ত হতে পারে।

প্রতিক্ষণ ফাউন্ডেশন এর সম্মানিত মহাসচিব  আল সাজিদুল ইসলাম দুলাল, বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশ দিয়েছেন সেই  ভাবে চলুন। আপনাদের সহযোগিতায় এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারনে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন,সুস্থ  থাকুন। আমরা আপনাদের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ ।

প্রতিক্ষণ ফাউন্ডেশন এর সম্মানিতচেরপার্সন  বলেন, সেবা পরম ধর্ম। এটা আমাদের ২য বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমরা চাই সবাই এভাবে অসহায়দের পাশে একটু দাঁড়াক। তাহলে হয়তো মানুষের কষ্ট কিছুটা হলেও দুর হবে। মাননীয়  প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরাও যদি প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আবারো ঘুরে দাঁড়াবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.