Header Ads

আবারও রামপালের হত দরিদ্রদের মাঝে উপহার নিয়ে পাশে দাঁড়াল রামপাল হেল্পলাইন


স্টাফ রিপোর্টারঃ  করোনা পরিস্থিতিতে ঈদ উপলক্ষে  রামপালের হত দরিদ্রদের পাশে উপহার নিয়ে আবারও  রামপাল হেল্পলাইন।
আজ ২৪ মে রবিবার রামপাল উপজেলার হতদরিদ্র মানুষের জন্য তৃতীয় বারের মত  করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের  ঈদে খাদ্য সামগ্রী ব্যবস্থা করা হয় রামপাল হেল্পলাইনের পক্ষ থেকে।

শেখ মো রাসেল জানান আমাদের সকল সদস্য নিরালস ভাবে কাজ করেছে এবং আমাদের যাদের সহযোগিতা করেছেন  তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মো শরিফুল ইসলাম বলেন,আমরা গত কার্যক্রমে কিছু পরিবারের মধ্যে হাসি ফুটাতে পেরেছি তারই ধারাবাহিকতায় আমরা করোনা পরিস্থিতিতে কিছু অসহায় মানুষের জন্য কিছু একটা করতে চলেছি।

হিমেল রাব্বী সোহান জানান রামপাল বাসীর এই খারাপ সময়ে তাদের পাশে দাড়াতে পেরে আমদের সকল সদস্যরা খুব খুশি,এবং পরবর্তিতে যে কোন দুর্যোগে রামপাল বাসির সাথে আমরা থাকব ইনশাআল্লাহ,

ঈদ উপহার বিতরন এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল হেল্পলাইনের সদস্য নির্ঝর সজীব,ইঞ্জিনিয়ার নাজমুল হাসান,হুসাইন শেখ,মুসা,মল্লিক জুলকার নাইম, সহ অন্যান্য সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.