নিলামে ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট কিনে মাশরাফিকেই উপহার (ভিডিও সহ)
টাইমস ডেস্কঃ
নিলামে মাশরাফির প্রিয় ব্রেসলেট ৪২ লক্ষ টাকায় মমিনুল ইসলাম নামক এক লোক ( তার কোম্পানীর পক্ষ থেকে) কিনে নিয়েছেন।। পুরো টাকা মাশরাফি খরচ করবেন, করোনা যুদ্ধে ।।
নিলামে মাশরাফির প্রিয় ব্রেসলেট ৪২ লক্ষ টাকায় মমিনুল ইসলাম নামক এক লোক ( তার কোম্পানীর পক্ষ থেকে) কিনে নিয়েছেন।। পুরো টাকা মাশরাফি খরচ করবেন, করোনা যুদ্ধে ।।
-
ব্রেসলেট টা সম্পর্কে মাশরাফি বলেন:
“গত ১৮ বছরে খুব কম সময়ই এটি খুলেছি হাত থেকে। অপারেশনের সময়, এমআরআই করানোর সময় খুলতে হয়েছে। আর কয়েকটি ম্যাচ বা কিছু সময়ের জন্য খুলেছি শুধু। তবে যখনই খুলেছি, কখনোই স্বস্তি বোধ করিনি। মনে হতো, কী যেন নেই, খালি খালি লাগত। আমার সবসময়ই মনে হয়েছে, এটি আমার সৌভাগ্যের প্রতীক।”
“আমার ক্যারিয়ারের সব উত্থান-পতনের স্বাক্ষী এই ব্রেসলেট। যত লড়াই করেছি, মাঠের ভেতরে-বাইরে যত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, সব কিছুর স্বাক্ষী এটি। আমার ১৮ বছরের সুখ-দুঃখের সাথী। আমার অনেক আবেগ-ভালোবাসা জড়িয়ে এটিতে, এই ব্রেসলেটকে আসলে ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন।”
-
- মাশরাফি বিন মুর্তজা এতো প্রিয় ব্রেসলেটটা আজ করোনা দুর্গতদের সাহায্যের জন্য নিলামে বিক্রি করেছেন।
জীবনে লোকটা দিয়ে ই গেলেন সব সময়
-তার প্রিয় জিনিস টা তার হাতেই সবচেয়ে ভালো মানায় তাই ক্রেতা ব্রেসলেট টা,
কিনে আবার উপহার দিলো, মাশরাফিকে।
-
মমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠানকে নিলামে অংশ গ্রহণ করে সর্বোচ্চ বিড করার জন্য ধন্যবাদ জানিয়েছেন মাশরাফির বিন মুর্তজ।
কোন মন্তব্য নেই