ফকিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
ফকিরহাট থেকে মোঃ আলমগীর হোসেন।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে রবিবার বিকেল ৩ টায় ঘূর্ণিঝড় আম্ফানের আশংকায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপ-সহকারি প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুস আলী শেখ,মানসা বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম,মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার,শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম প্রমুখ।
প্রমূখ।
কোন মন্তব্য নেই