Header Ads

আজ থেকে বাগেরহাট পৌর এলাকায় সকল ধরনের গার্মেন্টস, কসমেটিকস দোকান বন্ধ রাখার ঘোষনা


টাইমস ডেস্কঃ
আজ ১৭ মে রোববার বিকাল থেকে বাগেরহাট পৌর এলাকার সকল ধরনের পোশাক ও কসমেটিকস এর দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাগেরহাট জেলা প্রশাসক।       

আজ ১৭ মে ২০২০ তারিখ দুপুর ২:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির’ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: কামরুল ইসলাম মহোদয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বউদ্যোগে আজ বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাগেরহাট পৌর এলাকায়    শাড়ী কাপড়, ছিট কাপড় (কাটা কাপড়), তৈরি পোশাক (গার্মেন্টস আইটেম), জুতা ও কসমেটিকসের দোকান বন্ধ রাখার বিষয়ে ঐকমত্যে পোষণ করেন।

সূএঃ মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.