করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোংলায় ১জনের মৃত্যু, দোকানপাট বন্ধ ঘোষনা
বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলার বৈদ্যমারীতে জ্বর কাশি ও সর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার সকালে "অকল কুমার ঘোষ" নামে এক গ্রাম্য ডাক্তারের মৃত্য হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার এখানকার দোকানপাট বন্ধ ঘোষনা করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতোষ বিশ্বাস জানান, মৃত গ্রাম্য চিকিৎসকের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি জ্বর,সর্দি,কাশিতে ভুগছিলেন।
এদিকে, সপ্তাহখানেক মোংলার দোকানপাট খোলা রাখার পর শনিবার ১জনের মৃত্যুুর ঘটনা জানাজানি হওয়ায় শহরের দোকানপাট রোববার থেকে আবার বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নিষেধাঞ্জা জারি করা হয়েছে । তবে,ওষুধ,কাঁচাবাজার,মাছ,মাংস সহ নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাহাত মান্ননান এই আদেশ দেন।
কোন মন্তব্য নেই