Header Ads

ফকিরহাটে কওমী মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মানবিক সহায়তা সরুপ ১৬টি কওমী মাদ্রাসাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফকিরহাটে কওমী মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। 

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন,ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত, উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার,সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার দোবাশীষ কুমার বিশ্বাস। সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ,খাদ্য পরির্দশক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আহসানুল করিম তুষার,ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, লখপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মো রেজাউল করিম ফকির,নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মুহাম্মাদ মহসিন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.