Header Ads

রামপালে গোপালগঞ্জ থেকে সাত যুবক বাড়িতে ফিরে আসায় এলাকাজুড়ে করোনার আতঙ্ক



বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের সাত যুবক গোপালগঞ্জ থেকে ধান কেঁটে গত সোমবার বাড়িতে ফিরে আসার খবর পাওয়া গেছে। জানা গেছে, সম্প্রতি এই সাত যুবক ফকিরহাট নামক কর্মব্যক্তিদের কেনাবেচার একটি হাট থেকে তারা গোপালগঞ্জে ধান কাটতে যায়।
 খোজ নিয়ে জানা গেছে, হুড়কা ইউনিয়নের জগারহুলা গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে দেবদূত মন্ডল, সত্যজিৎ বিশ্বাসের ছেলে নিত্য বিশ্বাস, পরিমল মজুমদারের ছেলে দীপক মজুমদার, হুড়কা মধ্যপাড়া গ্রামের গুরুদাস ঘরামীর ছেলে উত্তম ঘরামী, হড়কা, মধ্যপাড়া কর্ত্তা কির্ত্তুনিয়ার ছেলে বিশ্বজিৎ কির্ত্তুনিয়া, ঝলমলিয়া দিঘী সংলগ্ন গোপাল হালদারের ছেলে গোবিন্দ হালদার ও হুড়কা তেলিবাড়ি অনিল মন্ডলের ছেলে তপন মন্ডল বেশ কিছুদিন ধরে গোপালগঞ্জ থেকে কাজ শেষ করে হুট করে বাড়িতে ফিরে আসে। তাদের বাড়িতে আসার খবর শুনে এলাকার মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে। এদের শরিরে অনেকের আবার ঠান্ডা ও গলায় ব্যতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে এদের আলাদা একটি বাড়িতে থাকার বন্দবস্ত করা হয়েছে। করোনা মোকাবেলা সচেতন ও সামাজিক দূরত্বের নিয়ম না মেনে বরং প্রকাশ্য ঘোরাঘুরি করছে বলে এলাকাবাসী অভিযোগ ও করেন। পরিবারের সাথে ও প্রতিনিয়ত করছেন দেখা। রাতের অন্ধকারে অনেকে আবার বাড়িতে আশ্রয় নিচ্ছেন এবং ভোর হতেই ফিরে যাচ্ছেন নির্দিষ্ট থাকার জায়গায়। নিয়মের তোয়াক্কা না করে এই সব পরিবারের সদস্যরা ও যাচ্ছে দোকান ঘাট ও হাট বাজারে, যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি। এ থেকে যেকোনো মুহুর্তে ছড়াতে পারে সংক্রামন বলে দাবি করেন অনেকে। এলাকাবাসী দাবি জানিয়েছেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপে গোপালগঞ্জ থেকে ফিরে আসা এই সাত যুবক ও তাদের পরিবারের সদস্যদের বাধ্যতামূলক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য হুড়কা ইউনিয়নের চাড়াখালী গ্রামের লোকমান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী অনুরূপভাবে গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিল। বাড়িতে ফিরে আসলে বর্তমানে তার শরিরে করোনার উপসর্গ দেখা দিয়েছে।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সাথে কথা হলে তিনি জানান, করোনা মোকাবেলায় সবারই সচেতন হতে হবে।

কারও শরিরে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে পাঠানো হবে। তবে বাইরে থেকে ফিরে আসা ব্যক্তিরা প্রকাশ্য ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.