রামপাল-মংলায় অসহায় মানুষের বন্ধু শেখ ইকবাল লতিফ সোহেল
রামপাল প্রতিনিধিঃ
পুরো বিশ্ব যেমন করোনার হানায় থমকে গেছে, তেমনি বাংলাদেশে ও ব্যাপক প্রভাব ফেলেছে মহামারি করোনা ভাইরাস। আর এর প্রভাব পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মধ্যে। টানা অলিখিত লকডাউনের কবলে কর্মহীন অসহায় দের খাবারের তীব্র সংকটের কথা চিন্তা করে তাদের পাশে এসে দাড়িয়েছে রামপাল - মোংলার অসহায় মানুষের বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহ -সম্পাদক শেখ ইকবাল লতিফ সোহেল। তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে ঢাকা, রামপাল ও মোংলাতে কয়েকদফা খাদ্য সামগ্রী বিতরণ করেন।
রামপাল ও মোংলাতে তার পৃষ্ঠপোষকতায় রামপাল-মংলা হেল্প ডেস্ক নামক সংগঠনের মাধ্যমে কয়েক দফায় তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঢাকা সহ তার নিজ ইউনিয়ন উজলকুড়ে ও অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি বলেন আমার এলকার মানুষের যেন খাবারের অভাবে না খেয়ে থাকতে না হয় সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন করোনার এই প্রভাব যতদিন থাকবে তার এই সহযোগিতা ও ততদিন অব্যাহত থাকবে। তার এই খাদ্য সামগ্রী বিতরণের কাজে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই