মোংলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরনের চেষ্টা (ভিডিও সহ)
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার মাকোড়ঢোন এলকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক তরুনীকে তুলে নেয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোংলা থানায় ৫ জন জ্ঞাত ও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। উক্ত ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলকার নুরুল আমিন ইজারাদারের ৩ ছেলে টিটু ইজারাদার(২৫) রিকু ইজারাদার,(৩৫) টুকু ইজারাদার (২৭) এবং ফজর ইজারাদারের ২ ছেলে সাকির ইজারাদার (২৫) ও রাকিব ইজাদারদার (১৮) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন। ভোক্তভোগী তরুনীর মামা মিজান শেখ জানায়,পাশ্বর্তী টিটু দীর্ঘদিন তার ভাগ্নিকে বিরক্ত করতো, সে জানার পর প্রতিবাদ করলে গতকাল সন্ধ্যায় আর্তকিতে বখাটে যুবক তার ভাগ্নির বাড়িতে হামলা চালায় এবং ভাগ্নিকে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় ভুক্ত ভোগীর নানী আসলে তাকেও মেরে জখম করে দুর্বত্তরা। এ সময় অন্য প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।
"মোংলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরনের চেষ্টা; বিচারের দাবীতে শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে তরুনী"
খবর পেয়ে মিজান ও তার ছেলে মুন্না এবং ভাগ্নে সোহেল আসলে তাদেরও মেরে আহত করে দেয় দুর্বত্তরা, সেই সাথে প্রান নাশের হুমকিও দেয়। আহত তরুনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এসময় ভুক্তভোগী তরুনী সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে মোংলা ইপিজেড থেকে কাজ করে ফেরার সময় বখাটে যুবক টিটু তার সহচর রাকিব ইজারাদার কে দিয়ে কুপ্রস্তাব দিত কিন্তু তাতে সে কোন সাড়া দেয় নি। বিষয়টি সে তার মামাকে জানালে তার মামা বখাটে টিটুকে সতর্ক করে। এই কারনে গত কাল (১৫ মে) সন্ধায় টিটু বাড়ীতে এসে তার হাত ধরে টেন হিচড়ে নিয়ে যেতে থাকে। এসময় ঘরে থাকা ৬০ বছরের বৃদ্ধা নানী তাকে উদ্ধারে এগিয়ে আসলে বৃদ্ধাকেও মারধর করে। পরে এলাকাবাসী ছুটে আসলে টিটুির আত্মীয় স্বজনরা টিটুর পক্ষ নিয়ে ভোক্তভোগীর মামা ও প্রতিবেশীদের উপর হামলা চালায়। অন্যদিকে, অপহরণ চেষ্টার বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য প্রভাবশালী একটি মহল জমি সংক্রান্ত বিরোধের রেশে মারামারীর ঘটনা হয়েছে বলে বললেও স্থানীয়রা জানান, নির্যাতিত তরুনীর বাড়ী ও বিরোধকৃত জমি ভিন্ন ভিন্ন স্থানে।
বখাটে যুবক বিরোধকৃত জমিতে না গিয়ে তরুনীর মা বাবার অনুপস্থিতিতে তরুনীর বাড়ীতে উপস্থিত হয়ে তরুনীকে টানা হেচড়া শুরু করে এবং ব্যার্থ হয়ে মারপিট করে তাদের জখম করে। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানায়, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করেছেন,আমরা বিষয়টি খতিয়ে দেখাবো এবং অভিযুক্তরা দোষী হলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বখাটে যুবক বিরোধকৃত জমিতে না গিয়ে তরুনীর মা বাবার অনুপস্থিতিতে তরুনীর বাড়ীতে উপস্থিত হয়ে তরুনীকে টানা হেচড়া শুরু করে এবং ব্যার্থ হয়ে মারপিট করে তাদের জখম করে। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানায়, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করেছেন,আমরা বিষয়টি খতিয়ে দেখাবো এবং অভিযুক্তরা দোষী হলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
কোন মন্তব্য নেই