Header Ads

ফকিরহাটে নতুন করে আরো ৩ জনের করোনা সনাক্ত মোট আক্রান্ত ১৮



ফকিরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ১৩ ই জুন ২০২০ ইং রোজ শনিবার সকাল পর্যন্ত নতুন করে আরও ৩ জন করোনা সনাক্ত হয়েছে। মোট এ পর্যন্ত ফকিরহাট উপজেলাতে ১৮ জন সনাক্ত হয়েছে। নতুন যে ৩ জন সনাক্ত হয়েছে তারা ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বাওডাঙ্গা গ্রামের,তিনি যশোর থেকে এসেছেন।অপর দুজন বেতাগা ও বেতাগার কুমারখালী গ্রামের, তারা ঢাকা থেকে বাড়ীতে এসেছে।এদের এক জনের বয়স ৪৫ বছর, ২২ বছর ও অন্য জনের বয়স ৩০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার।

এছাড়া ১২ জুন (শুক্রবার) যে দুজন সনাক্ত হয়েছিল তারা একজন কাঠালতলা গ্রামের এক কিশোর, যার বয়স ১৭ বছর। অন্যজন ৮ বছরের এক শিশুকন্যা। সে ফকিরহাট হাসপাতাল এলাকায় বসবাস করে। ফকিরহাটে মহামারি করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। ফলে আক্রান্তদের বাড়ীর আশপাশ সহ শতাধিক বাড়ী লকডাউন করেছে ফকিরহাট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ফকিরহাট উপজেলাতে হোম কোয়ারেন্টাইনে আছে মোট ৩৫ জন। যারা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে এসেছে। ফকিরহাটে গণ পরিবহণ ও বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক বললেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এবং লখপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন বলেছেন উক্ত আক্রান্ত পরিবার গুলো আগে থেকেই লকডাউন করা হয়েছিল এবং রিপোর্ট পাওয়ার পর তাদের পরিবার গুলোকে আরো বেশি লকডাউন জোরদার করে সার্বিক খোঁজ নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.