Header Ads

মোংলায় বাপা এবং পশুর রিভার ওয়াটারকিপার' বিশ্ব পরিবেশ দিবস পালন ও মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,মোংলা থেকেঃ
সুন্দরবন সহ প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহন করুন।
"টাইম ফর নেচার, সেভ দ্যা পশুর রিভার, সেভ দ্যা সুন্দরবন, ক্লাইমেট জাস্টিস নাও"।
শ্লোগানে মোংলায় (৫ জুন) শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং পশুর রিভার ওয়াটারকিপার'র আয়োজনে চরকানা রিভার ব্যাংক রোডে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্হ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা'র) বাগেরহাট জেলা সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃনুর আলম শেখ।
সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক নেতা মোস্তাফিজুর রহমান মিলন,বাপা নেতা আব্দুর রশিদ,কমলা সরকার,পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মাহারুফ   বিল্লাহ,রাকেশ সানা,রমেশ শীল প্রমূখ।
সমাবেশে বক্তারা করোনাকালের শিক্ষা ও  অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবন সহ প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা বলেন প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে।প্রান খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে।মানুষের অতি মুনসফালোভী পরিবেশ প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশ বান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিবেশ এবং নদী কর্মীরা শিশুদের আঁকা বাঘ-নদী ও সুন্দরবনে পোষ্টার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এছাড়াও সুন্দরবন ধ্বংসের প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে মৃত গাছের ডাল দিয়ে তারা মানববন্ধনে দাড়ায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.