Header Ads

বাগেরহাটে এক দিনে ১৭ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬৬



টাইমস ডেস্কঃ

বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

আক্রান্তদের মধ্যে বাগেরহাটের শরণখোলায় চারজন, কচুয়ায় তিনজন, ফকিরহাটে দুইজন এবং মোংলায় একজন রয়েছেন। তবে অন্য সাতজনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.