Header Ads

শরণখোলায় ঢাকা ফেরত আরো দুই নারী করোনায় আক্রন্ত

মোঃ লালচান মাহমুদ (শরণখোলা প্রতিনিধি) ।।
    
বাগেরহাটের শরণখোলায় স্কুল শিক্ষিকাসহ দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের। এ নিয়ে শরণখোলায় এখন পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা পারভিন জানান, আক্রান্ত ওই দুই নারী ঢাকা থেকে ফিরে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষা করতে দেন। তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে রোববার সকালে তাদের রিপোর্ট পজেটিব আসে। সাথে সাথে তারা প্রশাসনের সহযোগীতায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করে দেন। এছাড়া ওই নারীর সংর্স্পশে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। করোনাভাইরাস আক্রান্তে বাগেরহাট জেলার মধ্যে শরণখোলা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.